Accounting 1st Paper কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. ২০২৩ সালের ৩০ জুন তারিখে সোনালী ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৭৬০০ টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ ৭১৭২ টাকা অনুসন্ধান করে দুই বইয়ের উদ্বৃত্তের গড় মিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়: 

১. জমাকৃত তো চেক আদায় হয়নি ১২০০ টাকা

২. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৫০০ টাকা 

৩. ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ ৬০০ টাকা যা নগদানভুক্ত হয়নি 

৪. ব্যাংক চার্জ সমূহ ১২৮ টাকা যা নগদানভুক্ত হয়নি 

৫. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০ টাকা নগদানভুক্ত হয়নি 

৬. ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে ৮০০ টাকা যার নগদানভুক্ত হয়নি 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ইলমা কোম্পানি ২০২২ সালের এক জানুয়ারি তারিখে ৪,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল ৫ বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। কোম্পানির বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি অনুসরণ করে অবচয় ধার্য করে। প্রতিবছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয় 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মাহির ট্রেডার্স এর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরূপঃ

অন্যান্য তথ্য:

. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৬৫০০ টাকা। উক্ত মজুদের মধ্যে ১৫০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে। 

. সরবরাহকারীকে ৪০০০ টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে কিন্তু হিসাবভুক্ত হয়নি

৩. মূলধনের উপর ৫% ও উত্তোলনের উপর ১০% হারে (৬ মাস) সুদ ধার্য করতে হবে। 

৪. যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করতে হবে। ৪০,০০০ টাকার যন্ত্রপাতি ৩০ জুন, ২০২৩ তারিখে ক্রয় করা হয়েছে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. রবিউল ট্রেডার্স এর নিম্নলিখিত রেওয়ামিলটি সঠিক উদ্বৃত্ত প্রকাশ করে না: 

হিসাবের প্রাথমিক বই ও খতিয়ান পরীক্ষা করে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়লো:

১. পণ্য ক্রয় ১০০০০ টাকা, ক্রয় হিসাবে ১০০০ টাকা ডেবিট করা হয়েছে

২. ১০০০০ টাকার আসবাবপত্র ক্রয়, ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে

৩. বেতন ২০০০ টাকা প্রদান করে, বেতন হিসেবে ক্রেডিট করা হয়েছে

৪. ধারে বিক্রয় ১৫০০০ টাকা হিসাবভুক্তকরনে বাদ পড়েছে

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show