1. বাংলাদেশে ফসল উৎপাদনে ভালো মানের বীজের যেমন ঘাটতি রয়েছে তেমনি রয়েছে সময়মতো বীজ না পাওয়াসহ বীজের উচ্চমূল্য। এসব দিক বিবেচনায় রেখে আফজাল হোসেন পিঁয়াজ বীজ উৎপাদনের সিদ্ধান্ত নেন। উক্ত ফসল চাষে তিনি পৃথকীকরণ দূরত্বসহ রোগিং এর প্রতি বিশেষ গুরুত্ব দেন।
2. জনৈক কৃষক তার বসত বাড়ি সংলগ্ন পুকুরে মাছ চাষ করে। এছাড়াও সে পুকুর পাড়ের পতিত স্থানে মাচা তৈরি করে লাউ, শিম, কুমড়া ইত্যাদি ফসলের চাষও করে।
3. জনৈক কৃষক ক্ষেতের পাশে বাক্স স্থাপন করে তাতে এক ধরনের উপকারী পোকা পালন করে।
4. জনৈক কৃষকের চাষকৃত ধান গাছগুলো সাধারণত অধিক পুষ্টি উপাদান গ্রহণ করে এবং ফলনও বেশি দেয়। কিন্তু এক ধরনের কৃমি দ্বারা আক্রান্ত রোগের কারণে তার চাষকৃত ধান চিটা এবং অপুষ্ট হয়।
5. কেশবপুর গ্রামের আজমল তার বসতভিটা সংলগ্ন পতিত জমিতে নির্বাচিত প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তা নিয়ে তিনি গ্রাম ও বাজারের সংযোগ স্থাপনকারী সড়কের দু'ধারে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিলেন।