1. একটি বস্ত্র উৎপাদনকারী কারখানার মেশিনারীজ প্রতিস্থাপন ব্যয় ৮০ লক্ষ টাকা এবং ৫০ জন শ্রমিক কাজ করে। আশা করা যাচ্ছে যে, আগামী সাত বছর পর সে কারখানায় ২০ কোটি টাকার মেশিনারিজ ও ২০০ জন শ্রমিক কারখানায় নিয়োগ দিয়ে উৎপাদনকার্য চালাতে পারবে।
2. 'Y' দেশের বর্তমান জনসংখ্যা ৩০ কোটি। কিন্তু তার দেশের অর্থনীতিবিদরা মনে করেন- দেশের আয়তন ও প্রাকৃতিক সম্পদ অনুযায়ী দেশের জনসংখ্যা ২৫ কোটি হলে সামঞ্জস্যপূর্ণ হত। উক্ত দেশের সরকার যুবকদের কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ওপর জোর দিয়েছেন; যেন যুবকদের চাকরি খুঁজতে না হয়। বরং তারা যেন অন্যকেও চাকরি দিতে পারে।
3. কোনো দেশের জনসংখ্যা ও খাদ্যেৎপাদনের বৃদ্ধির হার সম্পর্কিত তথ্য নিচের টেবিলে দেয়া আছে:
বছর |
১৮০০ |
--- |
--- |
--- |
১৯০০ |
--- |
--- |
জনসংখ্যা বৃদ্ধি |
৮ |
--- |
--- |
৬৪ |
|
--- |
--- |
খাদ্য উৎপাদন বৃদ্ধি |
৪ |
--- |
৬ |
--- |
৮ |
--- |
১০ |
4. 'X' দেশের জিডিপিতে কৃষির উপখাতগুলোর অবদান নিচের ছকে দেওয়া হলো:
কৃষি উপখাত |
২০১৭-১৮ |
২০১৮-১৯ |
২০১৯-২০ |
১. শস্য ও শাকসবজি |
১১.০০ |
১২.০ |
৭.০ |
২. পশু সম্পদ |
২.৫ |
৩.৫ |
২.০ |
৩. বনজ সম্পদ |
১.৫ |
২.০ |
১.৫ |
৪. মৎস্য সম্পদ |
৫.০ |
৫.৫ |
৩.০ |
5. 'D' দেশের সরকার দেশের দীর্ঘতম নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রথমে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ঋণ পাবে বলে আশা করে। কিন্তু পরবর্তীতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করে।