ঢাকা কলেজ 2024 CQ

প্রশ্ন ২২·সময় ৯ ঘণ্টা ১০ মিনিট

1. একটি বস্ত্র উৎপাদনকারী কারখানার মেশিনারীজ প্রতিস্থাপন ব্যয় ৮০ লক্ষ টাকা এবং ৫০ জন শ্রমিক কাজ করে। আশা করা যাচ্ছে যে, আগামী সাত বছর পর সে কারখানায় ২০ কোটি টাকার মেশিনারিজ ও ২০০ জন শ্রমিক কারখানায় নিয়োগ দিয়ে উৎপাদনকার্য চালাতে পারবে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. 'Y' দেশের বর্তমান জনসংখ্যা ৩০ কোটি। কিন্তু তার দেশের অর্থনীতিবিদরা মনে করেন- দেশের আয়তন ও প্রাকৃতিক সম্পদ অনুযায়ী দেশের জনসংখ্যা ২৫ কোটি হলে সামঞ্জস্যপূর্ণ হত। উক্ত দেশের সরকার যুবকদের কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ওপর জোর দিয়েছেন; যেন যুবকদের চাকরি খুঁজতে না হয়। বরং তারা যেন অন্যকেও চাকরি দিতে পারে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. কোনো দেশের জনসংখ্যা খাদ্যেৎপাদনের বৃদ্ধির হার সম্পর্কিত তথ্য নিচের টেবিলে দেয়া আছে:

বছর

১৮০০

---

---

---

১৯০০

---

---

জনসংখ্যা বৃদ্ধি

---

---

৬৪

 

---

---

খাদ্য উৎপাদন বৃদ্ধি

---

---

---

১০

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. 'X' দেশের জিডিপিতে কৃষির উপখাতগুলোর অবদান নিচের ছকে দেওয়া হলো:

কৃষি উপখাত

২০১৭-১৮

২০১৮-১৯

২০১৯-২০

. শস্য শাকসবজি

১১.০০

১২.০

৭.০

. পশু সম্পদ

২.৫

৩.৫

২.০

. বনজ সম্পদ

১.৫

২.০

১.৫

. মৎস্য সম্পদ

৫.০

৫.৫

৩.০

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. 'D' দেশের সরকার দেশের দীর্ঘতম নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রথমে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে ঋণ পাবে বলে আশা করে। কিন্তু পরবর্তীতে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show