3. মানুষ বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এই গুণটির কারণে মানুষ অন্যান্য প্রাণী হতে আলাদা, আবার মানুষের বিচারক্ষমতা ও বিবেকবোধ রয়েছে। এইজন্য মানুষ বিশাল আকৃতির হিংস্র চতুষ্পদ প্রাণীকেও বশে আনতে পারে ।
4. যুক্তি-১: সব মানুষ হয় প্রাণী
অতএব, কিছু প্রাণী হয় মানুষ।
যুক্তি-২: সকল মানুষ হয় মরণশীল
সকল শিক্ষক হয় মানুষ
অতএব, সকল শিক্ষক হয় মরণশীল।