Islamic Studies 2nd Paper শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে প্রথম বক্তা ড. মামুন সাদী তাঁর নির্ধারিত টপিকে আলোচনা করার সময় প্রথমেই বলেন, ‘পবিত্র কুরআন একটি নির্ভুল গ্রন্থ'। কিন্তু দ্বিতীয় বক্তা ড. নকিব হাসান বলেন, মানুষদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যিনি কুরআন নিজে শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. আয়েশা ও ইদিতা আফরিন দুই বান্ধবী। তারা প্রায়ই বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করেন। ইদিতা আফরিন বলেন, 'অনেক মেয়ে প্রায়ই হিংসা করে। যদিও 'দুইজন ব্যতীত হিংসা জায়েজ নয়'। আয়েশাও আরেকটি হাদিস যুক্ত করে বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সাকিনা: আল্লাহ তায়ালা আমাদের আদি পিতামাতাকে সৃষ্টি করে সুখ- শান্তির উদ্যানে বসবাস করতে বলেন। কিন্তু তাদেরকে সুখময় স্থান থেকে বের করতে বিশেষ একজন খুবই তৎপর হয়ে ওঠে।

 ইসরাত জাহান: তারা বধির, বোবা ও অন্ধ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি দেশে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ইসহাক-রাবিয়া দম্পতির একটি আবশ্যক ইবাদত পালন করতে একবছর বিলম্ব হয়। এই ইবাদতটি আন্তর্জাতিক সম্পর্কের সেতুবন্ধস্বরূপ, যা সম্পাদন করতে আর্থিক ও শরীরিক সামর্থ্য থাকতে হয়। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show