Joktibidda 2nd Paper আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. দৃশ্যকল্প-১: সক্রেটিস হয় জ্ঞানী

          এরিস্টটল হয় জ্ঞানী

          প্লেটো হয় জ্ঞানী

          অতএব, সকল দার্শনিক হয় জ্ঞানী।

দৃশ্যকল্প-২ : আমি এ যাবৎ যত আফ্রিকার মানুষ দেখেছি তারা সবাই কালো বর্ণের। অতএব, আফ্রিকার সব মানুষ হয় কালো।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-১: সুখ হলো দুঃখের অভাব।

দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী।

দৃশ্যকল্প-৩: মানুষ হয় প্রাণী।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মৃদুল তার বন্ধু সোহানকে বললো, “মনুষ্য হইল হর্ষ, ক্লেশ, লাঞ্ছিত, বোধশক্তিসম্পন্ন দেহান্ত জীবাত্মা।” মৃদুলের কথা শুনে সোহান বললো, “মানুষ হয় সৃষ্টির মুকুট।"

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. তমা তার মামার সাথে একটি নার্সারিতে বেড়াতে গিয়েছিল। সেখানে সে গণনা করে দেখল, ছোট-বড় মিলিয়ে ২৫০টি গাছ আছে। সবগুলো গাছই বিভিন্ন ফুলের গাছ। এর পর সে তার মামাকে বললো, “সবগুলো গাছই ফুলের। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. সুমি খুব মেধাবী ছাত্রী। হঠাৎ করেই সে অস্বাভাবিক আচরণ শুরু করে। কারণ হিসেবে এলাকাবাসী বললো, ভূতের আছর পড়েছে সুমির ওপর। কিন্তু সুমির বাবা সুমিকে ডাক্তার এর কাছে নিয়ে গেলেন । ডাক্তারি পরীক্ষায় দেখা গেলো অপুষ্টির কারণেই সুমির অসুস্থতা। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show