1. A ও B পাত্রে যথাক্রমে ও তাপমাত্রার পানি আছে।
3. অপটিকস ল্যাবে তিন বান্ধবী কণা, ঝার্ণা এবং বর্ণা পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করছিল। কণা এক বর্ণের আলো দিয়ে আলোকিত ইয়ং এর দ্বি-চির পরীক্ষায় চিরদ্বয় থেকে কিছু দূরে স্থাপিত পর্দায় ডোরা পর্যবেক্ষন করছিল। যদি পর্দাটিকে চিরের দিকে সরানো হয় তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় । পরবতীতে ঝর্ণা প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এবং বর্ণা প্রতি সেন্টিমিটারে সংখ্যক দাগ বিশিট্ট অপবর্তন গ্রেটিং ব্যবহার করল। উভয়ের ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে এবং
4. দুইজন বিজ্ঞানীর একজন ভূ-পৃষ্ঠে একটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য ও ঘনত্ব পরিমাপ করলেন যথাক্রমে এবং তারপর তিনি একটি রকেটে করে যাত্রা শুরু করলেন। রকেটটি বেগে ধনাত্মক-অক্ষের দিকে গতিশীল। অপর একজন বিজ্ঞানী পর্যবেক্ষণ করলেন যে, একটি ধাতুর উপর 2500Å এবং 3500% তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ধাতুর উপর ফেলা হলে উভয়ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হলো। ধাতুটির সূচন কম্পাঙ্ক ।
5.
চিত্র-১ এ এবং
চিত্র-২ এ B বিন্দুতে +10C চার্জের পরিবর্তে- 10C চার্জ রাখা হলো ।