Accounting 2nd Paper রাজশাহী কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. উরশী ট্রেডার্স-এর সেপ্টেম্বর মাসের মজুদ পণ্য ক্রয়সমূহ এবং বিক্রয়সমূহ নিচে দেওয়া হলোঃ

২০২৩

সেপ্টে প্রারম্ভিক উদ্বৃত্ত প্রতি একক ১০ টাকা দরে ৮০০ একক।

‘’ ৭ ক্রয় প্রতি একক ১০.৫০ টাকা দরে ৫০০ একক।

‘’ ১২ ক্রয় প্রতি একক ১১ টাকা দরে ৬৫০ একক।

‘’ ১৪ '' বিভাগে ইস্যুকৃত ৭০০ একক।

‘’ ১৫ ক্রয় প্রতি একক ১২ টাকা দরে ৬০০ একক।

‘’ ২০ '' বিভাগকে ইস্যুকৃত ৯০০ একক।

‘’ ২৫ '' বিভাগ হতে '' বিভাগে স্থানান্তর ২০ একক।

‘’ ৩০ '' বিভাগ থেকে ফেরত ৫০ একক।

উরশী ট্রেডার্স নিত্য মজুদ পদ্ধতিতে হিসাবে সংরক্ষণ করে থাকে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মেঘনা লিমিটেড ২০,০০০ শেয়ার প্রতিটি ২০ টাকা মূল্যে নিবন্ধিত হলো। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ ছিল:

সমন্বয়সমূহঃ

. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বিমা কোম্পানি ,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।

. প্রাপ্য হিসাবের ,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% কুঋণ সঞ্চিতি রাখতে হবে।

. নিট লাভের ২০,০০০ টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করো।

. ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. A, B ও C একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২:২:১ অনুপাতে বন্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের মূলধন ছিল; যথাক্রমে ২,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ,৫০,০০০ টাকা। মূলধন উত্তোলনের উপর % হারে সুদ ধার্য করতে হবে। C সার্বক্ষনিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা থেকে বছরে ২৪,০০০ টাকা বেতন পাবেন। B ব্যবসায়ে --২০২৩ তারিখে ৫০,০০০ টাকা ঋণ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার থেকে প্রতি মাসের শুরুতে ,০০০ টাকা করে নগদ উত্তোলন করেন। উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ,৬০,৫৫০ টাকায় উপনিত হয়।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show