3. মশকীর মাধ্যমে এক প্রকার রক্ত পরজীবী এক মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে স্থানান্তরিত হয়। পরজীবীটির জীবনচক্রের অংশবিশেষ কেবল মশকীর দেহে সম্পন্ন হয়।
4. X - অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা
Y-কোষীয় প্রাচীরযুক্ত আদিকোষী জীব
5. শিক্ষক ক্লাসে বললেন, বীজ উৎপন্ন করে এমন উদ্ভিদগুলোকে দুইটি গ্রুপে ভাগ করা যায়। যেমন- একটি গ্রুপের উদ্ভিদ ফলহীন ও সদ্য হ্যাপ্লয়েড এবং অপর গ্রুপের উদ্ভিদ ফলযুক্ত ও সসা ডিপ্লয়েড।