হিসাববিজ্ঞান ২য় পত্র ঢাকা বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. ২০২২ সালের 'সিলেট ড্রেস হাউসের' নিম্নবর্ণিত তথ্যসমূহ মজুদ বিভাগ হতে নেয়া হয়েছে:

জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৬০০ একক, প্রতি একক ৫২ টাকা দরে। ৫ ক্রয় ১,২০০ একক, প্রতি একক ৫০ টাকা দরে।

‘’ ১০ ইস্যু ১,০০০ একক।

‘’ ১৫ ক্রয় ৭০০ একক, প্রতি একক ৫৪ টাকা দরে।

‘’ ২০ ইস্যু ৮০০ একক।

‘’ ২৫ ক্রয় ৫০০ একক, প্রতি একক ৫৬ টাকা দরে।

‘’ ৩০ ইস্যু ৮০০ একক।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জন ও জেইন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ১,৪০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা মূলধন নিয়ে, ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করা হবে। জন মাসিক ১,২০০ টাকা করে বেতন পাবে। ২০২২ সালের ১ অক্টোবর তারিখে জেইন ব্যবসায়ে ১৫,০০০ টাকা ঋণ হিসাবে আনেন। ব্যবসায়ের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টিত হবে। ঐ বছরে জন ও জেইন যথাক্রমে ২৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা কারবার হতে উত্তোলন করেছিলেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ১,৩০,০০০ টাকা।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. সমন্বয়সমূহ: (১) সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা; (২) বকেয়া বেতন ৫,০০০ টাকা; (৩) আয়কর সঞ্চিতি ধার্য কর ১২,০০০ টাকা; (৪)

সাধারণ সঞ্চিতি ৪০,০০০ টাকায় উন্নীত কর; (৫) শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ ঘোষণা করতে হবে।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

হিরা কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ারে বিভন্তু ৬,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির ৪০,০০০ শেয়ার ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্য করে। ৪৫,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হয়। কোম্পানি শেয়ার প্রতি ০.৭৫ টাকা ব্যাংক চার্জ প্রদান করেন।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

আরিফ ও রহমান বেঙ্গল ফার্নিচার লি. এর দুইজন কর্মী। ২০২২ সালের জানুয়ারি মাসে তাদের মজুরি সম্পর্কিত তথ্যাবলি নিম্নরূপ:

স্বাভাবিক কর্মঘণ্টা ২০০। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ।

DB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show