1. পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছেন, কারণ-
i. এতে প্রকৃত যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়
ii. ইংরেজ সৈন্য শক্তিশালী ছিল বলে
iii. বৃষ্টিতে গোলা-বারুদ ভিজে নষ্ট হয়েছিল
নিচের কোনটি সঠিক?
2. বিড়াল কমলাকান্তের কীসের সহায়ক?
3. 'লালসালু' উপন্যাসে কোন্ চরিত্রের মধ্যে ব্যক্তিত্বহীনতা লক্ষ করা যায়?
4. কবি সর্বত্র প্রবেশের দ্বার পাননি কেন?
5. 'সভ্যতার সেই প্রতিশ্রুতি' বলতে বোঝায়-
i. সভ্যতার গতিময়তা।
ii. প্রেমপূর্ণ পৃথিবী
iii. ধ্বংসযজ্ঞ মুক্ত পৃথিবী
নিচের কোনটি সঠিক?