1. জ্বর-কাশি, শ্বাসকষ্টের জটিলতায় দরিদ্র রাজিয়াকে ময়মনসিংহ মেডিকেলে আনার পর হাসপাতালের বিশেষ শাখার সমাজকর্মী তার ভর্তি, পরীক্ষা- নিরীক্ষা, ঔষধ, অক্সিজেনসহ প্রয়োজনীয় সহায়তা দেন। তিনি রোগীর ভয়, উৎকণ্ঠা দূর করতে মানসিক সমর্থন প্রদান করেন। এমনকি চিকিৎসা পরবর্তী সুস্থতায় স্বাস্থ্যবিধি পালনে খোঁজখবর রাখেন।
2. সরকারি উদ্যোগ ও জাতিসংঘের সহযোগিতায় প্রথমে ঢাকা শহরে কর্মসূচিটি চালু হয়। পরবর্তীতে সরকারের একটি জাতীয় কর্মসূচি হিসেবে শহরাঞ্চলের পিছিয়ে পড়া বেকার, দরিদ্র, বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষদের কারিগরি প্রশিক্ষণ, সুদমুক্ত ও ক্ষুদ্রঋণের মাধ্যমে কর্মসংস্থান, আয় বৃদ্ধি তথা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
3. নাসিমা আক্তার তার দুই সন্তানকে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন । তার সন্তানেরা তার বাবার কাছে থাকে। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে তারা উভয়েই এক বছর যাবৎ আলাদা বসবাস করেন। তার স্বামী তার ভরণপোষণ দেন না। বিয়ের দেনমোহরও দেননি। এমনকি বাচ্চাদের সাথে দেখাও করতে দেন না ।
5. ১৯৭৬ সালে চট্টগ্রামের একটি গ্রামে ক্ষুদ্র ঋণদাতা সংস্থা হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে তা বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণদাতা সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের দরিদ্র বিমোচন এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নে ভূমিকা রাখার জন্য প্রতিষ্ঠানটি ও এর প্রতিষ্ঠাতা যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।