হিসাববিজ্ঞান ২য় পত্র চট্টগ্রাম বোর্ড ২০১৬

প্রশ্ন ·সময় ১ ঘণ্টা ৪০ মিনিট

1. ২০১৫ সালের ৩১ মার্চের রূপসা কোম্পানি লিমিটেড-এর তথ্যাবলি নিম্নে দেয়া হলো—

হিসাবের নাম

টাকা

নিট আয়

৩,৭৫,০০০

প্রদেয় হিসাবকে দেয়া হলো

৪,০০,০০০

বন্ড পরিশোধ

২,০০,০০০

সুনাম অবলোপন

৩০,০০০

সরঞ্জাম বিক্রয়জনিত লাভ

১৫,০০০

বন্ড বিক্রয়

৩,০০,০০০

ভূমি ক্রয়

৫,০০,০০০

ভূমি বিক্রয়

৬,০০,০০০

সরঞ্জাম ক্রয়

৩,০০,০০০

অগ্রাধিকার শেয়ার ইস্যু

৫,০০,০০০

সাধারণ শেয়ার ইস্যু

১০,০০,০০০

প্রাপ্য হিসাব থেকে আদায়

৭,০০,০০০

আসবাবপত্র বিক্রয়

১,০০,০০০

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. মেঘনা লিমিটেড-এর তথ্যাবলি নিম্নরূপ—

হিসাবের নাম

টাকা

বিক্রয় (২৫% নগদ)

৮,০০,০০০

বিক্রয় (৫০% বাকিতে)

৫,০০,০০০

স্থায়ী সম্পদ

১,৪০,০০০

চলতি সম্পদ

২,০০,০০০

করপূর্ব নিট আয়

২,২৫,০০০

পরিচালন ব্যয়

১,০০,০০০

চলদি দায়

৭৫,০০০

গড় মজুদ

৪৮,০০০

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মুক্তা কো. লি.-এর রেজিস্ট্রিকৃত মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল ছিল নিম্নরূপ—

রেওয়ামিল

৩১ ডিসেম্বর, ২০১৫

সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় ১,২০,৫০০ টাকা। 2. মনিহারি মজুদের পরিমাণ ৯,৫০০ টাকা। ৩. যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। ৪. শেয়ারপ্রতি ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ৫. বোনাস তহবিলে ১০,০০০ টাকা স্থানান্তর করতে হবে ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. রনি, জনি ও মনি একটি অংশীদারি কারবারের অংশীদার। ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল—

রনি ১০,০০০ টাকা (ক্রেডিট)

জনি ৪,০০০ টাকা (ডেবিট)

মনি ৬,০০০ টাকা (ক্রেডিট)

তাদের অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্তের ওপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০১৫ তারিখে মনি ১০,০০০ টাকা ঋণ প্রদান করে। রনি তার বেতন বাবদ ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কারবারের নিট আয় ছিল ২৭,৬২০ টাকা।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. গুলশান ক্লাব-এর প্রাপ্তি ও প্রদানসমূহ নিম্নে দেয়া হলো-

প্রাপ্তি ও প্রদান হিসাব

১ জানুয়ারি ২০১৫ তারিখে সম্পদসমূহ ছিল: ক্লাব প্রাঙ্গণ ১,২০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ভোগ্য পণ্য ২,০০০ টাকা. অন্যান্য তথ্য : ১. ৩১-১২-২০১৫ তারিখে ভোগ্য পণ্যের মজুদ ছিল ২,৫০০ টাকা। ২. ক্লাবের সদস্য সংখ্যা ৫০০ জন এবং তারা প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা করে চাঁদা প্রদান করে। ৩. অফিস খরচ বকেয়া আছে ১,০০০ টাকা, ভোগ্য পণ্য ধারে ক্রয় করা হয়েছে ৫০০ টাকা। ৪. ১-১-২০১৫ তারিখে চাঁদা বকেয়া ছিল ৪,৫০০ টাকা।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show