পৌরনীতি ও সুশাসন ১ম পত্র রাজশাহী বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

জনসমাজ +রাজনৈতিক চেতনা =জাতীয়তা 

জাতীয়তা + রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা =? 

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. সাদ তার পিতা জনাব সবুজকে জিজ্ঞাসা করে, আমরা কেন যা খুশি তা করতে পারি না? উত্তরে তার পিতা জনাব সবুজ বলেন, সমাজ বা রাষ্ট্রে আমরা অনেক কাজ করতে পারি না এজন্য যে, কাজগুলো করলে আমাদের শাস্তি পেতে হবে । অর্থাৎ যে সব কাজ করলে অন্যের ক্ষতি হবে সে সব কাজ আমরা করতে পারি না । কারণ, বিবেকের দংশনই নৈতিকতার বড় রক্ষাকবচ ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জনাব সালমান রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। তিনি লক্ষ্য করেন, অধিকাংশ মানুষ দায়িত্ব পালনে উদাসীন যা তাকে ভীষণভাবে ব্যাথিত করে। জনাব সালমান মনে করেন এভাবে বেশি দিন চলতে থাকলে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। এ অবস্থা থেকে মুক্তির জন্য জনগণকে নাগরিকতা বিষয়ে একটি বিষয়ে জ্ঞান লাভ করতে হবে।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. নাঈম ও হেনরী যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। একদিন সরকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে হেনরী বললো যে, তাদের দেশ সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসনের জন্মস্থান। এখানে সরকার তাদের কাজের জন্য একটি বিভাগের নিকট দায়বদ্ধ। নাঈম বললো, আমাদের দেশেও মন্ত্রিপরিষদ তাদের সকল কাজের জন্য সরকারের একটি বিভাগের নিকট দায়ী। বর্তমানে বিভিন্ন কারণে সরকারের উক্ত বিভাগটির ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সরকারের অন্য একটি বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show