1. সন্তানসম্ভবা মিলি একটি বিউটি পার্লারে কাজ করে। নির্দিষ্ট সময়ের পূর্বে সে একটি অপুষ্ট সন্তান জন্ম দেয়। এখন তার সন্তানের বয়স ১০ বছর। অথচ এই বয়সেও সে অন্যের সাহায্য ছাড়া নিজের কোনো কাজই করতে পারে না। তার শারীরিক অক্ষমতা ও কথা বলার জড়তা আছে ।
3. “প্রতিক্রিয়াকালের উপর মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রভাব নির্ণয় নামক একটি পরীক্ষণমূলক গবেষণা করা হয়। ফলাফলে মুক্ত শব্দানুষঙ্গের তুলনায় নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল বেশি পাওয়া যায় ।
4. রিফাত ও সিফাত দুইজন দুই প্রকৃতির। রিফাত অনেকটা আত্মকেন্দ্রিক ও রক্ষণশীল । সে সহজে অন্যের সাথে মিশতে পারে না। সিফাত খুবই সক্রিয় ও স্বাধীনচেতা। সে সকল কাজেই অংশ নিতে চায়। অন্যের প্রয়োজনে সে ঝুঁকি নিতেও প্রস্তুত ।
5. ড. সৈয়দ আজিজুল ইসলাম একজন মনোবৈজ্ঞানিক গবেষক। তার বেশিরভাগ গবেষণা পরীক্ষণ। তবে অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতিতেও তিনি গবেষণা করে থাকেন ।