1. সালেহার দেশে সরকার কোন এক অর্থবছরে বাজেটের সম্ভাব্য আয় নির্ধারণ করে ২০০ কোটি টাকা। এই সম্ভাব্য আয় থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৫০ কোটি টাকা, পুলিশ- সেনাবাহিনী ব্যয় বাবদ ৫০ কোটি টাকা, কৃষি খাতে ভর্তুকির জন্য ৩০ কোটি টাকা এবং বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা বাবদ ৫০ কোটি টাকা ও শেয়ার বাজারের মনিটারিং বাবদ ২০ কোটি টাকা ব্যয় করা হবে বলে প্রাক্কলন করা হয়। তবে সরকার আয় বাড়ানোর জন্য আগামী অর্থবছরে আয়কর বৃদ্ধি ও আমদানি শুল্ক বৃদ্ধিসহ আরও পদক্ষেপ নিতে যাচ্ছে।
2. বাংলাদেশ সরকার জনগণকে নানা রকম সেবা দিয়ে ফি গ্রহণ করে, জনগণের বাড়তি আয়ের ওপর কর ধার্য করে, বিভিন্ন দ্রব্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (VAT) আরোপ করে, এছাড়াও বিভিন্ন বন্ধুপ্রতীম রাষ্ট্র থেকে সাহায্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। এসব কিছুর পরও অর্থের সংকুলান না হলে সরকার নতুন নোট প্রচলন করে।
3. GDP-তে কৃষির উপখাতের অবদানের হার (%)
কৃষির উপখাত |
২০২১-২২ |
২০২২-২৩ |
২০২৩-২৪ |
শস্য ও শাক-সবজি |
১০.০০ |
১১.০০ |
১১.৫০ |
মৎস্য সম্পদ |
৩.০০ |
৪.০০ |
৬.০০ |
শফিক স্যার ছাত্রদের বললেন, ওপরের টেবিলের দিকে তাকাও। এই তথ্য অনুযায়ী আমাদের জাতীয় আয়ে কৃষির উপখাতের অবদান ক্রমান্বয়ে বাড়ছে। কারণ সরকার বর্তমানে কৃষির উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষি ক্ষেত্রে ভর্তুকি প্রদান, ঋণ বিতরণ সহজীকরণ, কৃষিজ উপকরণ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।