ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023 CQ

প্রশ্ন ১৩·সময় ৫ ঘণ্টা ২৫ মিনিট

1. মাসুদ এবং মামুন পাশাপাশি বসবাস করে। মামুন গরিব হলেও মাসুদ তাকে ভালোবাসেন। তার সন্তানদের স্নেহ করেন। অসুস্থ হলে খোঁজখবর নেন৷ প্রয়োজনে টাকাপয়সাও ধার দেন। একদিন রাতের ৰেলায় হৈচৈ শুনে মাসুদ মামুনের বাড়ি গিয়ে দেখতে পান, মামুনের ছেলে মনসুর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিতে উদ্যত হয়েছে ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব ‘ন' ও জনাব ‘ম' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করছিল, যেখানে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব ‘ন’ বলল, এ সংগঠনটি স্নেহে ও সম্মানে সমন্বিত ধারা। এখানে আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। জনাব ‘ম’ বলল, শুধু তাই নয়, সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব ‘ন' ও জনাব ‘ম' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করছিল, যেখানে সবসময় এবং সব ক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব ‘ন’ বলল, এ সংগঠনটি স্নেহে ও সম্মানে সমন্বিত ধারা। এখানে আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। জনাব ‘ম’ বলল, শুধু তাই নয়, সেখানে হালাল উপার্জন ও জবাবদিহিতা বিদ্যমান এবং এর সদস্যরা পরস্পরের পরিপূরক।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব আসাদ ও মিসেস আসাদের একমাত্র সন্তান আরিফ। প্রাচুর্যে ও আদরে সে বড় হয়ে উঠেছে। কিন্তু আদব-কায়দা শিষ্ঠাচারের বড় অভাব। ধর্মীয় বিধিবিধান যেমন মানে না, তেমনি শরিয়তের শিক্ষা ও তার নেই। আরিফ বর্তমানে সংসারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। শেষ বয়সে সন্তানের কারণে সমাজে তারা অপদস্ত হচ্ছেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. কামরুল ঢাকায় চাকরি করে। হঠাৎ তার মা অসুস্থ হলেন। তার বাবা অর্থাভাবে ঠিকমতো তার চিকিৎসা করাতে পারছেন না। এদিকে কামরুলও তার মায়ের চিকিৎসায় কোনো সহযোগিতা করল না। এমতাবস্থায় কামরুলের চাচা জনাব আশরাফ সাহেব চিকিৎসায় যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করলেন ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show