ICT বরিশাল বোর্ড 2023

প্রশ্ন ২৫·সময় ২৫ মিনিট

1. ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি?

BB-23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. include <stdio.h>
int main ( )
{
int p;
for (p=0; p<=10; p++)
{
printf ("\n DHAKA");
}
return O;
}

প্রোগ্রামটি রান করলে "DHAKA" শব্দটি কতবার দেখাবে?

BB-23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. মিঃ আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের ক্যাবল ব্যবহার করেন।

মিঃ আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হল-

i. এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা

ii,  ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন

iii. শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে

নিচের কোনটি সঠিক?

BB-23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. কেয়া ও দিয়া প্রায়ই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন।

উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ কোনটি?

BB-23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে?

BB-23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show