Joktibidda 1st Paper ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. ১ম যুক্তিবাক্য: সব পাখি হয় ডানাযুক্ত। 

২য় যুক্তিবাক্য: কিছু গরু হয় কালো। 

৩য় যুক্তিবাক্য: কোনো মানুষ নয় ফেরেশতা। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ইকবাল সাহেব খুব বুদ্ধিমান লোক। একবার তিনি তার ছাত্রদেরকে বলেন, 'তোমরা যেমন বাংলাদেশের নাগরিক তেমনি বাংলাদেশও এশিয়ার অন্তর্গত একটি দেশ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. প্রথম দৃষ্টান্ত: রাফিন ভালো ছবি আঁকতে পারে।

দ্বিতীয় দৃষ্টান্ত: শিমুল খাবার খায়। 

তৃতীয় দৃষ্টান্ত: যোসেফ ১১৯২ সালে মৃত্যুবরণ করেন। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. সব মনীষী হন অধ্যবসায়ী। 

আল রাযী ছিলেন একজন মনীষী। 

সুতরাং তিনি ছিলেন একজন অধ্যবসায়ী।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. মাহদিন বললো, কোনো দেশে গাছ-পালা বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে আবার গাছ-পালা কমলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একথা শুনে ফাইয়াজ বললো, যুক্তিবিদ্যার স্যারও যুক্তির উপাদান অধ্যায়ে এধরনের একটি বিষয় আলোচনা করেছেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show