Accounting 1st Paper বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. ২০২৩ সালের ৩০ জুন তারিখে জনাব সাইফুলের খতিয়ান হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতির পর রেওয়ামিলের ক্রেডিট দিকে ৩০,০০০ টাকা গরমিল পরিলক্ষিত হয়। পরবর্তীতে নিম্নলিখিত ভুলগুলো পাওয়া গেল

. ধারে পণ্যক্রয় ২০,০০০ টাকা হিসেবে লেখা হয় নি। 

. বিক্রয় হিসেবে যোগফল ৩০,০০০ টাকা কম লেখা হয়েছে। 

. বেতন প্রদান ১০,০০০ টাকা ভুলে ভাড়া হিসাবে লেখা হয়েছে। 

. যন্ত্রপাতি ক্রয় ৩০,০০০ টাকা ভুলে পণ্য ক্রয় হিসেবে লেখা হয়েছে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত জোহা লিমিটেড নিম্নরূপ

হিসাবের নাম

ডেবিট টাকা

ক্রেডিট টাকা

মূলধন 

১০% ব্যাংক ঋণ 

বিক্রয় 

খুচরা যন্ত্রপাতি 

অগ্রিম বীমা 

ভাড়া 

বিক্রিত পণ্যের ব্যয় 

সমাপনী মজুদ 

আসবাবপত্র 

বেতন 

বিজ্ঞাপন

 

 

 

২৫,০০০

৩০,০০০

৪০,০০০

৭৫,০০০

৩৫,০০০

৫০,০০০

২৫,০০০

১০,০০০

৮০,০০০

৩৫,০০০

,৭৫,০০০

 

,৯০,০০০

,৯০,০০০

অন্যান্য তথ্যাবলী:

. বেতন বকেয়া রয়েছে ৫০০০ টাকা

. অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ২০,০০০ টাকা

. আসবাবপত্র খুচরা যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধরতে হবে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. জনাব জামালের হিসাবের বই হতে নিম্নোক্ত খতিয়ানের উদ্বৃত্ত গুলো নেওয়া হয়েছে:

হিসাবের নাম

ক্রেডিট টাকা

সমাপনী মজুদ পণ্য

প্রারম্ভিক মজুদ পণ্য

মূলধন 

পণ্য ক্রয় 

পণ্য বিক্রয় 

ক্রয় ফেরত 

বিক্রয় ফেরত

ব্যাংক জমার উদ্বৃত্ত (--২০২৩)

ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-১২-২০২৩

শিক্ষানবিস সেলামি

আসবাবপত্র 

দালানকোঠা 

প্রাপ্য হিসাব 

প্রদেয় হিসাব 

প্রাপ্ত কমিশন 

শিক্ষানবিশ ভাতা 

অনাদায়ী পাওনা সঞ্চিতি 

মজুরি 

বকেয়া বেতন 

নগদ তহবিল 

সাপ্লাইজ 

 

৪০,০০০

২০,০০০

,০০,০০০

৭০,০০০

,০০,০০০

,০০০

,০০০

১৮,০০০

৩০,০০০

১৫,০০০

৮৫,০০০

,১০,০০০

৮২,০০০

৩৫,০০০

,০০০

,০০০

,০০০

২৪,০০০

১২,০০০

৩০,০০০

২০,০০০

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে তোহা এন্ড সন্সের নগদ বইতে ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ৪৮,০০০ টাকা। কিন্তু উক্ত তারিখে ব্যাংক বিবরণের উদ্বৃত্ত নগদ বইতে উদ্বৃত্তের সমান ছিল না। বিশেষণের পর নিম্নলিখিত গরমিল গুলো ধরা পড়ে:

. ৫০০০ টাকা ৮০০০ টাকার ২টি ইস্যুকৃত চেক ৩১ ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়। 

. ১০০০০ টাকা ১২০০০ টাকা দুইটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি। 

. ব্যাংক করছি প্রাপ্য হিসাবের অর্থ আদায় ৬০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি। 

. ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ১৫০০০ টাকা কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 

. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২৫০০ টাকা এবং ধার্যকৃত ব্যাংক চার্জ ৬০০ টাকা নগদান ভুক্ত হয়নি। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. স্বপ্ন ট্রেডার্স ২০১৮ সালের জানুয়ারি তারিখে ,৮০,০০০ টাকায় একটি প্রিন্টিং মেশিন ক্রয় করে।  কোম্পানি উক্ত মেশিনটির আনয়ন সংস্থাপন বাবদ ২০,০০০ টাকা পরিশোধ করে। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল বছর শেষে ৯৬,০৪০ টাকায় ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show