1.
দৃশ্য-১ : শিক্ষক হলো শিক্ষক ।
দৃশ্য-২ : বৃক্ষ নয় জড় ।
2.
একটি বাচ্চাকে কয়েকদিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছিল না । জলিল বললো, কোনো ভূত বাচ্চাটিকে চুরি করে নিয়ে গিয়েছে। এমতাবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হলো। পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করল। পরবর্তীতে মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে পাঁচজনের মধ্য থেকে প্রকৃত দোষীকে চিহ্নিত করল।
3.
দৃষ্টান্ত-১ : রয়েল বেঙ্গল টাইগার হলো সুন্দরবনের রাজা ।
দৃষ্টান্ত-২: দিনাজপুর, রাসেল।
4.
চিত্র-১: মানুষের মতো পাখির জন্ম, মৃত্যু, বংশবৃদ্ধি আছে। মানুষের জীবন আছে। অতএব, পাখিরও জীবন আছে।
চিত্র-২: মানুষের মতো রোবট কথা বলে। মানুষের হৃদপিণ্ড আছে। সুতরাং রোবটেরও হৃদপিণ্ড আছে।
5.
শ্রেণি শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের মানুষ পদটিকে সংজ্ঞায়িত করতে বললেন । রানা বললো, মানুষ হলো বুদ্ধিমান জীব। পলি বললো, সামাজিক ও বিবেকবান সত্তা । আনিস বললো, মানুষ হলো জীব।