1. পিতৃ-মাতৃহীন নীলা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চলে আসে ফুফুর কাছে। গ্রামের উঠতি যুবকদের দৃষ্টি পড়ে নীলার ওপর। কিন্তু সব প্রতিবন্ধকতা কাটিয়ে নীলাকে লালসা উন্মত্ত লোকদের হাত থেকে আগলে রাখে ফুফু।
উদ্দীপকে নীলা তোমার পঠিত কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
2. আক্কাসের ওপর অন্যায়-অত্যাচার করা হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্য করে। আক্কাসের মধ্যে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
3. 'চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে?
i. শাসকদের নির্মম অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
4. 'মাধবী' শব্দটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি কী অর্থে ব্যবহার করেছেন?
5. অদম্য এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার-