Statistics 1st Paper সিলেট এমসি কলেজ 2024

প্রশ্ন ·সময় ৩ ঘণ্টা ২০ মিনিট

1. হাই ভোল্টেজ পাওয়ার কোম্পানীর বিগত 9 বছরে মানুফা (লক্ষ টাকায়) নিম্নরূপ :

কোম্পানীর ম্যানেজার মুনাফার ধারা দেখে বললেন যে, ২০২৫ সালে মুনাফা ৬৮ লক্ষ টাকার বেশি হতে পারে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. সঠিক পরিসংখ্যান উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। অর্থনীতিসহ সমাজের অন্যান্য সকল কর্মকাণ্ডের গতি-প্রকৃতি নির্ণয় ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। সে জন্য পরিসংখ্যানের গুরুত্ব বিবেচনায় ৪ জুন 2020 তারিখে মন্ত্রীপরিষদ সভায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 27 ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ৪র্থ বারের মতো গত 27 ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যানিক দিবস পালিত হলো। আশা করা যায় এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে পরিসংখ্যানিক তথ্য-উপাত্তের গুরুত্ব বাড়বে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. তামিম বাংলাদেশের একজন অভিজ্ঞ ক্রিকেট খেলোয়াড়। তার উচ্চতা 1.8 মি। সে BPL - 2024 এ 15 ম্যাচে 127.14 স্ট্রাইক রেটে 35.14 গড়ে 492 রান করে। উক্ত প্রতিযোগিতায় তামিম প্লেয়ার অব দি টুর্নামেন্ট ও সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব রনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরকালীন সময়ে তিনি তাঁর বাগান বাড়িতে বিভিন্ন প্রজাতির ফল ও মাছ চাষ করে সবার প্রশংসা পাচ্ছেন। সম্প্রতি বাগান বাড়ির পুকুর থেকে দুই প্রজাতির পাঁচটি মাছের নমুনা সংগ্রহ করেন :

প্রজাতি-১ ওজন-x (কেজি) 1.0 2.0 2.5 3.5 4
প্ৰজাতি-২ ওজন–y (কেজি) 2.0 2.3 3.5 4.0 5.0
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. শেয়ার মার্কেটে 15 শেয়ার কোম্পানীর মাসিক মুনাফা (লক্ষ টাকা) নিম্নরূপ :

7, 4, 3, 10, 8, 10, 10, 10, 13, 12, 16, 4, 5, 20, 27

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show