পদার্থবিজ্ঞান ১ম পত্র যশোর বোর্ড ২০১৭

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট

1. লেখচিত্রে দেখানো হলো চন্দ্রের কেন্দ্র থেকে দূরত্ব rr, চন্দ্র পৃষ্ঠের উপরের বিভিন্ন দূরত্বের সাথে 1000 kg ভরের একটি বস্তুর উপর চন্দ্রের অভিকর্ষজ বল F এর পরিবর্তন।

দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106 m 6.4 \times 10^{6} \mathrm{~m} , পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ,, g=9.8 m s2,G=6.67×1011Nm2 kg2 g=9.8 \mathrm{~m} \mathrm{~s}^{-2}, G=6.67 \times 10^{-11} \mathrm{Nm}^{2} \mathrm{~kg}^{-2} .

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. একজন গলফ খেলোয়ার চিত্র (i) ও চিত্র (ii) পরিস্থিতিতে বল গর্তে ফেলার জন্য OO বিন্দু থেকে বলকে আঘাত করে।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. একজন ছাত্র পরীক্ষাগারে স্থির চাপে প্রমাণ তাপমাত্রার কিছু পরিমাণ O2O₂ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করায় গ্যাসের আয়তন দ্বিগুণ হলো। এতে তার বন্ধু মন্তব্য করল পরীক্ষাধীন গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগও দ্বিগুণ হবে।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. 30 g30\ g ভরের একটি মার্বেল 10 m s110\ m\ s^{-1} বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি তার 75%75\% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 m s19\ m\ s^{-1} বেগ লাভ করে স্থির অবস্থান থেকে 3 m3\ m দূরে একটি মাটির দেয়ালকে ধাক্কা দেয়, মাটির দেয়ালের বাধাদানকারী বল 3 N3\ N। (বাতাসের বাধা উপেক্ষা করে)।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. একটি নৌকা চিত্রানুযায়ী 2.5 km 2.5 \mathrm{~km} প্রস্থের একটি নদীতে A অবস্থান হতে অন্য প্রান্তে AD বরাবর যাচ্ছে।

স্থির পানিতে নৌকার বেগ =(3i^+3j^)ms1 =(3 \hat{i}+3 \hat{j}) \mathrm{m} \mathrm{s}^{-1} এবং স্রোতের বেগ =2i^ m s1. =2 \hat{i} \mathrm{~m} \mathrm{~s}^{-1} . অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে AB বরাবর একই দ্রুতিতে চালানো হয়।

JB 17
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show