হিসাববিজ্ঞান ২য় পত্র দিনাজপুর বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

A, B ও C একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা এবং চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল A ২০,০০০ টাকা (ক্রেডিট), B ৩০,০০০ টাকা (ক্রেডিট) ও C ৮০,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন হিসাবের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে A কারবারকে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করে। B বেতন বাবদ মোট ৫,০০০ টাকা পাবে। ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের কারবারের নিট মুনাফা ছিল ৪৮,০০০ টাকা।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

অন্যান্য তথ্যাবলি : (i) চলতি বছরে সাপ্লাইজ বাবদ খরচ হয়েছে ১৫,০০০ টাকা; (ii) অগ্রিম বিমার ১৫,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে; (iii) বিনিয়োগের সুদ অনাদায়ি আছে ৫,০০০ টাকা; (iv) অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে; (v) শেয়ার প্রতি ২ টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে ।

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

পদ্মা কোম্পানি লি.-এর গুদামের তথ্যাবলি নিম্নে উপস্থাপন করা হলো :

জানু. ১ প্রারম্ভিক মজুদ ৫০০ একক, প্রতি একক ২০০ টাকা দরে ।

১০ ক্রয় ৫০০ একক, প্রতি একক ২২০ টাকা দরে।

১৫ কারখানায় ইস্যু ৬০০ একক।

২০ কারখানায় ইস্যু ২০০ একক।

২৫ ক্রয় ৪০০ একক, প্রতি একক ২১০ টাকা দরে।

২৮ কারখানায় ইস্যু ৩০০ একক। 

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

আবরার লিমিটেডের ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন যার প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে নিবন্ধিত। কোম্পানি ১,০০,০০০ শেয়ার হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত প্রদান করা হলো। ২০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ৩০% অতিরিক্ত আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয়

Din.B 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show