2. (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) পরীক্ষা চলাকালীন সময়ে হর্ণ বাজানো নিষেধ।
ii) দৈন্যতা কখনই প্রশংসনীয় নয়।
iii) কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
iv) আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।
v) এটি লজ্জাস্কর ব্যাপার।
vi) আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
vii) তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
viii) দেশের কল্যাণে সবার ঐক্যমত প্রয়োজন।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
ইদানীংকালে ইংরেজি ধাচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষা ভাসীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি। এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ভাষা আন্দোলন চলাকালীন সময়ে বাংলার প্রধান প্রতিপক্ষ ছিল উর্দু। হয়ত আগামীতে বাংলার প্রধান প্রতিপক্ষ হবে হিন্দি।