বাংলা ২য় পত্র - দিনাজপুর বোর্ড - ২০১৬

প্রশ্ন ১৬·সময় ৩ ঘণ্টা

1. (ক) বাংলা বানানে ই-কার (ি) ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) যে কোনো পাঁচটি শব্দের বানানের শুদ্ধরূপ লেখ:

মরিচিকা, আশীষ, কথপোকোথন, শ্বাশত, সম্বর্ধনা, বুৎপত্তি, পীপিলিকা, মনযোগ।

Din.B-16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. (ক) কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।

অথবা,

(খ) তোমার, কলেজ ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি কর।

Din.B-16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. (ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি):

নব-পৃথিবী, সপ্তর্ষি, আয়কর, সহোদর, রাজনীতি, আলুনি, অনাশ্রিত, বিলাতফেরত।

অথবা,

(খ) নামসহ প্রকৃতি-প্রত্যয় নির্ণয় কর (যে কোনো পাঁচটি):

নিড়ানি, মৃন্ময়, বার্ষিক, উক্তি, দাতা, অন্যান্য, দ্রাঘিমা, জয়।

Din.B-16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. (ক) উদাহরণসহ বিশেষ্যপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা,

(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়াপদ চিহ্নিত কর:

"এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাঁহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম! বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাঁর প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্বর্য; কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট রহিল।

Din.B-16
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show