1.
গাজীপুর জেলার কালিয়াকৈর এর উপজেলায় "সোহাগ পল্লী" নামে একটি রিসোর্ট রয়েছে। কর্তৃপক্ষ পর্যটকদের আকর্ষণের জন্য দেশের বড় বড় শহরের প্রধান সড়কের পাশে বিলবোর্ড বিজ্ঞাপন দিয়েছেন। কিন্তু পরামর্শে মেও এখন পর্যন্ত সিট খালি থাকায় কর্তৃপক্ষ সীমিত সময়ের জন্য রিসোর্ট এর ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
2.
জনাব শিমুল চীন থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক তৈরি করেন। উক্ত পোশাক সংক্রান্ত তথ্য সারা দেশের ক্রেতাদেরকে অবহিত করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অর্থের বিনিময়ে প্রচারের ব্যবস্থা করেন। এতে তার পোশাকের পরিচিতি সারাদেশ ছড়িয়ে পড়ে এবং বিক্রয় ব্যাপকহারে বৃদ্ধি পায়।
3.
মিসেস অনুরাধা একটি ফ্যাশন হাউসের মালিক। তিনি দোকানে বিভিন্ন ফ্যাশন রকমারি ডিজাইনের পোশাক সাজিয়ে রাখেন। তারা যাতে পণ্যগুলো ভালোভাবে দেখে শুনে কিনতে পারে এজন্য তিনি সতর্ক। দোকানে তিনি এসি লাগিয়েছেন। জাতীয় প্রত্যাশিত মূল্যে ভালো পণ্য চিনতে পারে এই বিষয়ে তিনি সচেতন। বিক্রয় কর্মীরা ক্রেতার সাথে কেমন ব্যবহার করছে এটাও তিনি নজরে রাখেন। এতে তিনি সফল।
4.
সুমন এন্টারপ্রাইজের মালিক সুমন কাওরান বাজারের একজন পাইকারি ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করে গুণগত মান অনুযায়ী আলাদা করেন। পরবর্তীতে উক্ত মানের ভিত্তিতে চাল বিভিন্ন পরিমাণের প্যাকেটজাত করে বিক্রয় করেন। এতে ক্রেতা সাধারণত তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। তিনি ব্যবসায়িকভাবে সফল হন।
5.
টয়োটা জাপানের একটি মোটর গাড়ি প্রস্ত্যতকারী প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অর্থাৎ উচ্চবিত্ত,উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বিপনণ করেন। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়ী সফলতা লাভের সক্ষম হন।