2. মুখবিবর গলবিল অন্ননালি B→C→ বৃহদন্ত্র
3. রাসেল তার ধূমপায়ী বন্ধু হিমুকে বলল, একটি সিগারেটের শলায় প্রায় ৪০০০ ধরনের রাসায়নিক পদার্থ থাকে। যা ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে।
4.
ক | খ | গ |
---|---|---|
ঐচ্ছিক পেশি | অস্থি | লিভার |
5. ইঁদুরের হলুদ রং একটি প্রকট বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস অবস্থায় হলুদ ইঁদুরের সাথে মেটে ইঁদুরের ক্রস ঘটালে ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের সূত্র হতে ভিন্ন হয়। আরেকটি ক্ষেত্রে সাদা লেগহর্নের সাথে সাদা ওয়াইনডট এর ক্রস ঘটানো হলো। এক্ষেত্রেও ফিনোটাইপিক অনুপাত মেন্ডেলের সূত্র হতে ভিন্ন হয়।