রাজশাহী কলেজ 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. দৃষ্টান্ত-: পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি

দৃষ্টান্ত-: মানুষ হলো এমন জীব যার ক্ষুধা, তৃষ্ণা পায়। 

দৃষ্টান্ত-: মানুষ হলো এমন জীব যে চাকরি করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্যকল্প-: বাঘ হলো বিড়াল জাতীয় প্রাণী। এদের গায়ে ডোরা কাঁটা দাগ থাকে

দৃশ্যকল্প-: মানুষ হলো এমন জীব যার বুদ্ধি আছে।

দৃশ্যকল্প-: মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দৃশ্যকল্প-: যুক্তিবিদ্যার পাঁচজন শিক্ষার্থীর সবাইকে জিজ্ঞাসা করে জানা গেল যে, তাদের বাড়ি রাজশাহী বিভাগে। অতএব যুক্তিবিদ্যার সকল শিক্ষার্থীর বাড়ি রাজশাহী বিভাগে

দৃশ্যকল্প-: মীম জীম দুই বান্ধবী। একই রুমে থাকে। জীম মীম উভয়েরই সর্দি, গলা ব্যথা, জ্বর কিছুতেই ছাড়ছে না। ডাক্তার পরীক্ষা করে জানলেন, মীম করোনায় আক্রান্ত। সবাই ধারণা করছে জীমও করোনায় আক্রান্ত।

দৃশ্যকল্প-: মার্ক জুকারবার্গ বিল গেটস উভয়েরই আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক। উভয়েরই ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি, বাড়ি, জাহাজ জেট প্লেন আছে। বিল গেটস এর বিবাহ বিচ্ছেদ হয়েছে। অতএব, মার্ক জুকারবার্গেরও বিবাহ বিচ্ছেদ হবে। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. দৃশ্যকল্প-: বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ নীতির ওপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন।

দৃশ্যকল্প-: রাজশাহী কলেজ ২০১৬, ২০১৭, ২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ্যাকিং- প্রথম স্থান অধিকার করেছে। বছরও রাজশাহী কলেজ ্যাকিং- প্রথম হবে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. দৃশ্যকল্প-: অর্পা আয়েশাকে বলল, পর্যন্ত আমি যত বিদেশি দেখেছি তারা ইংরেজি ভাষায় কথা বলে। অতএব সব বিদেশি ইংরেজি ভাষায় কথা বলে।

দৃশ্যকল্প-: মিম হয় চিন্তাশীল, মাসুমা হয় চিন্তাশীল, মিনহাজ হয় চিন্তাশীল। অতএব, সব মানুষ হয় চিন্তাশীল।

দৃশ্যকল্প-:

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show