1.
জনাব সালাহউদ্দিন একজন ব্যবসায়ী। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নবর্ণিত লেনদেনগুলো সংঘটিত হয়
জানু. ৪ ধারে পণ্য ক্রয় ৮০,০০০ টাকা।
৭ সৈকতের নিকট পণ্য বিক্রয় ১,০০,০০০ টাকা।১২ নগদে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা।
১৫ ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান ১০,০০০ টাকা।
২০ ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ৪,৫০০ টাকা।
২৫ সৈকতের নিকট থেকে ২% বাট্টা প্রদান সাপেক্ষে পাওনা আদায় করা হলো ।
৩০ কর্মচারীদের বেতন প্রদান ১২,০০০ টাকা।
2.
সিমিন এন্টারপ্রাইজ তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করে। ২০২১ সালের মে মাসে তার ব্যবসায়ের খুচরা নগদসংক্রান্ত তথ্য নিম্নরূপ
মে ১ খুচরা নগদ উদ্বৃত্ত ১৫০ টাকা। প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৬৫০ টাকা
৫ কাগজ ক্রয় ৬০ টাকা।
৮ রিকশা ভাড়া প্রদান ৩০ টাকা।
১১ কম্পিউটার ক্রয় ২০,০০০ টাকা।
১৫ ইন্টারনেট বিল ১০০ টাকা।
১৬ বিজ্ঞাপন বিল ২,৫০০ টাকা।
২১ মনিহারি খরচ ৮০ টাকা।
২৬ পিয়নকে বকশিশ প্রদান
২৫ টাকা। ৩০ কলম ক্রয় ৭০ টাকা।
3.
জনাব শাকিল রাব্বী ০১-০১-২০২০ তারিখে চীন থেকে ১,০০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন। মেশিনটির আমদানি শুল্ক ১০,০০০ টাকা। বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে ২৫,০০০ টাকা এবং ৩৫,০০০ টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল ১০ বছর। ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকার্য সমাপ্ত করা হয়।
5.
মেসার্স জুনাকী ট্রেডার্সের রেওয়ামিলটি নিম্নরূপ
সমন্বয়সমূহ (১) বেতন ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে; (২) সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে; (৩) অনাদাি পাওনা হিসাবে ২,০০০ টাকা অবলোপন কর; (৪) স্থায়ী সম্পত্তির উপর ৭.৫% হারে অবচয় ধার্য কর।