পদার্থবিজ্ঞান ১ম পত্র বরিশাল বোর্ড ২০২৩

প্রশ্ন ·সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট

1. একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য একদিন ঢাকা এবং রাজশাহীতে স্থাপিত দুটি সিল্ক ও শুষ্ক বাল্ব আদ্রতা মাপক যন্ত্রের মাধ্যমে নিম্নের উপায়গুলো সংগ্রহ করলেন।

স্থান

শুষ্ক বাল্ব থার্মোঃ পাঠ

সিল্ক বাল্ব থার্মোঃ পাঠ

বায়ুর তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান

ঢাকা

28.6° C

20° C

1.664

রাজশাহী

32.5° C

22° C

1.625

[140 C, 160 C, 280 C, 300 C এবং 340 C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ যথাক্রমে 11.99, 13.63, 28.35, 31.83, 35.66 এবং 39.90 mmHgP। স্বাস্থ্যের জন্য আপেক্ষিক আর্দ্রতার স্বাচ্ছন্দ্যকর মান হলো 40% এবং 60% পর্যন্ত]

BB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 m এবং ব্যাস 1.5 m। একটি পাম্প 25 মিনিটে কুয়াটি পানি শূণ্য করতে পারে। কিন্তু এক তৃতীয়াংশ পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়।

BB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

3ms-1 বেগে 2kg ভরের একটি বস্তু 0.5kg ভরের অন্য একটি স্থির বস্তুর সঙ্গে সোজাসুজি স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। 

BB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

2 m প্রশস্ত এবং 200 m ব্যাসার্ধবিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 50.4 kmh-1 বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। [g = 9.8ms-2 এবং রাস্তার ঘর্ষণ গুনাঙ্ক µ = 0.5] 

BB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাক-এ দুটি রশি বেঁধে টেনে যাচ্ছিল। রশি দুটির মধ্যে কোণ সৃষ্টি হয়। ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। নাহিন জাহিনকে আরও বেশি বল প্রয়োগ করতে বললো।

BB-2023
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show