Psychology 1st Paper ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023 MCQ

প্রশ্ন ২৫·সময় ১০ ঘণ্টা ২৫ মিনিট
1. উক্ত প্রেষণাটি-
i. শিক্ষার্জিত
ii. জীবন ধারণের জন্য অত্যাবশ্যক
iii. সমাজ জীবন থেকে উদ্ভুত Q. নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
2. মেলাটোনিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
3. কোন বিজ্ঞানীর গবেষণাগার স্থাপনের মধ্য দিয়ে মনোবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক যাত্রা শুরু হয়?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
4. নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের। উত্তর দাও:জসীম সাহেব একজন ডাক্তার। প্রায়ই রাতে তার রোগীর কল আসে। কল আসলেই তিনি ঘুম থেকে জেগে যান। জসীম সাহেবের স্ত্রী তার ছোট ছেলে রিপনকে নিয়ে চিড়িয়াখানায় গেলেন। রিপন খাঁচার মধ্যে থাকা। অনেকগুলো বানরের থেকে গরিলার দিকে বার বার ছুটে যাচ্ছিল।Q. রিপনের গরিলার দিকে ছুটে যাওয়ার ক্ষেত্রে মনোযোগের কোন উপাদান কাজ করছে?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো
5. এড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন-
i. কর্টিন
ii. কর্টিসোন
iii. কর্টিসোলQ. নিচের কোনটি সঠিক?
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show