1.
জনাব আজরফ ১ জুন ২০১৮ তারিখে নগদ ৫০,০০০ টাকা; পণ্যদ্রব্য ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তাঁর অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ
জুন ৫ এরশাদের নিকট পণ্য বিক্রয় ২০,০০০ টাকা, যার ৬০% নগদে।
” ১০ ৪ মাসের ভাড়া অগ্রিম প্রদান ১২,০০০ টাকা।
” ২০ নাসরিনের নিকট হতে পণ্য ক্রয় ১০,০০০ টাকা, যার ৪০% নগদে।
” ২৫ ধারে সাপ্লাইজ ক্রয় ৫,০০০ টাকা।
” ২৭ বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো ৩,০০০ টাকা।
” ৩০ চেক মারফত বেতন পরিশোধ ৫,০০০ টাকা।
2.
নিম্নের তথ্যাবলি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে শাহরিয়ার ব্রাদার্সের হিসাব বই থেকে নেয়া হয়েছে
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৩১,০০০ টাকা;
(২) চেক কাটা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি ৭,০০০ টাকা।
(৩) ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের নিকট হতে ৪,০০০ টাকা আদায় কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৪) চেক জমা দেয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ২৫,০০০ টাকা।
(৫) ব্যাংক সুদ ৩,০০০ টাকা এবং বিনিয়োগের সুদ ৫,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ১,২৫,০০০ টাকা।
3. মি. মান্নান একজন খুচরা ব্যবসায়ী। তিনি কারবারের হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে তার কারবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের সম্পন্ন ও সার ছিল নিম্নরূপঃ
প্রাপ্য হিসাব ২,৯০,০০০ টাকা; মজুদ পণ্য ১,৪০,০০০ টাকা; নগদ তহবিল ৪০,০০০ টাকা; প্রদেয় হিসাব ১,২০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২৫,০০০ টাকা। অতিরিক্ত তথ্য: (১) ২০১৮ সালের ৩০ জুন তারিখে ১০% কাপের ৪০,০০০ টাকা পরিশোধ করা হয়। (২) মি. মান্নান নিজ প্রয়োজনে প্রতি মাসের শেষ তারিখে ৩,০০০ টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করেন। (৩) মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ১ জুলাই ২০১৮ তারিখে ১,২০,০০০ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। (৪) মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে।
4.
অতিরিক্ত তথ্যাবলি : (১) ৩১ ডিসেম্বর তারিখে অগ্রিম বিমার পরিমাণ ১০,০০০ টাকা; (২) অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে ৬,০০০ টাকা; (৩) অনুপার্জিত সেবা আয়ের ১১,০০০ টাকা অর্জিত হয়েছে; (৪) ভূমি ও দালানের ওপর ১০% অবচয় ধরতে হবে।
5.
অন্যান্য তথ্যাবলি : (১) সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা মূল্যায়ন করা হয়; (২) বিলম্বিত বিজ্ঞাপনের ২০% অবলোপন করতে হবে; (৩) ৩০-০৯- ২০১৮ তারিখে ৩,০০০ টাকার কলকব্জা ক্রয় করা হয়েছে যা ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে; (৪) কলকব্জার ওপর ১০% অবচয় ধরতে হবে।