সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. পলাশ সাহেবের দেশের কৃষি ব্যবস্থা অত্যন্ত সম্ভাবনাময়। নদীমাতৃক দেশ হওয়ায় সে দেশে একদিকে যেমন প্রচুর শস্য ও শাক-সজি উৎপাদিত হয় তেমনি রয়েছে নানান প্রজাতির মাছ। বিভিন্ন ধরনের পশুপাখি ও বন-বাদার সে দেশের কৃষিকে করেছে সমৃদ্ধ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে কাঁচাপাট, চা,চামড়া, তৈরী পোশাক, শাকসবজি ও হিমায়িতখাদ্যসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী রপ্তানি করে। আবার দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য, তৈলবীজ, ভোজ্যতেল ও সারসহ বিভিন্ন মূলধনীদ্রব্য আমদানি করে। এভাবে আমদানি-রপ্তানির মাধ্যমে দেশটির যেমন অনুৎপাদিত দ্রব্য ভোগ করতে পারে, ঠিক তেমনি উদ্বৃত্ত পণ্যও রপ্তানি করতে পারে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. দেশের অর্থনেতিক কর্মকাণ্ডে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন কাজে সরকার প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে। সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. B দেশের সরকারের আয়ের উৎসসমূহ:

বিবরণ

২০১৮-১৯(কোটি টাকায়)

মূল্য সংযোজন কর

,১০,৫৫৫

সম্পূরক শুল্ক

৩২,৫৫৩

ভূমি রাজস্ব

,৪০০

টোল ও লেভি

৬৫৭

যানবাহন কর

,৪২৯

B দেশের সরকার জাতীয় আয় বৃদ্ধির জন্য প্রতি বছর (১-৩০) নভেম্বর 'জাতীয় আয়কর মেলা' আয়োজন করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. মি. আজাদ বাংলাদেশের একজন নামকরা শিল্পপতি। তিনি চা, চামড়া, পাট ও তৈরি পোশাক বিদেশে রপ্তানি করেন। তিনি মনে করেন বিপুল শ্রমশক্তির কারণে এ দেশের তৈরি পোশাক শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে পারলে এই শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show