1. (ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (জটিল)
ii) যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
iii) ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবাচক)
iv) তার নাম মজিদ। (জিজ্ঞাসাসূচক)
v) দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)
vi) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)
vii) আমরা নড়লাম না। (অস্তিবাচক)
viii) সদা সত্য বলা উচিত। (অনুজ্ঞা)
2. যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:
Bio-data, Agenda, Index, Global, X-Ray, Book-post, Fiction, Optional, Interpreter, Copyright, Sabotag, Deputation, Deed, Basic-pay, Irrigation.
অথবা, বাংলায় অনুবাদ কর:
Man cannot live alone. So, he likes to keep company. He cannot do without the help of others even for a day. For this reason man ৮। has been living together for many years. This is called social life.
3. (ক) ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:
i) বিপদ কখনও একা আসে না।
ii) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
iii) হে বন্ধু বিদায়।
iv) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
v) বুঝিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য।
vi) পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন।
vii) সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।
viii) শাবাশ! দারুণ খেলেছে বাংলাদেশ।