পৌরনীতি ও সুশাসন ২য় পত্র সিলেট বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. 'ক' রাষ্ট্রের পূর্বাঞ্চলের জনগণ পশ্চিমাঞ্চলের শাসকদের ২৩ বছরের শোষণ- নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে। রাষ্ট্রটির প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে পূর্বাঞ্চলের জনগণ তাদের পছন্দের নেতার দলকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু শাসকদল ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র শুরু করলে জনপ্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

শাপলা দ্বাদশ মানবিকের ছাত্রী সে তার পরীক্ষার উত্তরপত্রে একটি দেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখে তথ্যগুলো হলো- 

(i) লিখিত সংবিধান  

(ii) মৌলিক অধিকার  

(iii) সংসদীয় সরকার  

(iv) রাষ্ট্র পরিচালনার মূলনীতি  

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

হারুন স্যার '' রাষ্ট্রের শোষণের ইতিহাসের আলোচনায় বলেন, ভারতীয় উপমহাদেশে এক যুগান্তকারী আইনের মাধ্যমে দুটি ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হয়। ডোমেনিয়ন দুটিতে একজন করে গর্ভনর জেনারেল নিয়োগ দেওয়া হয়, ভারত সচিব পদের অবসান হয়, ভারত সম্রাট পদবী বিলুপ্ত হয়। 

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

ভাইরাস ছত্রাক এর আক্রমন শনাক্তে রোগীর মস্তিষ্কের রস সংগ্রহ ব্যবহৃত হয় এক ধরনের সুচ দেশের বাজারে যার প্রতিটি মূল্য ২৫০ টাকা অথচ এই সূচই ২৫,০০০ টাকায় কিনেছে সরকারের স্বাস্থ্য বিভাগের একটি প্রতিষ্ঠান  

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

'আঁখি' ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে এস এম হল দেখে তার পৌরনীতির স্যারের ক্লাস লেকচারের কথা মনে পড়ে তিনি বলেছিলেন বাংলার এক ক্ষণজন্মা পুরুষের কথা যিনি - 

(i) ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে রাজনীতিতে অংশ নেন  

(ii) বঙ্গভঙ্গের অবদান রাখেন  

(iii) মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন  

(iv) আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ঢাবির পাশে বুয়েট নামে খ্যাত  

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show