হিসাববিজ্ঞান ১ম পত্র রাজশাহী বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

শিরিন ট্রেডার্স তাদের খুচরা খরচের জন্য খুচরা নগদান বই সংরক্ষণ করে। জুলাই মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয় :


জুলাই ১. খুচরা নগদ তহবিল (প্রারম্ভিক জের) ৫০০ টাকা।

'' ২ টেলিগ্রাম খরচ ২৫ টাকা।

'' ৩ কাগজ ক্রয় ২০ টাকা। ৫ নগদে পণ্য বিক্রয় ৫০০ টাকা।

'' ৬ ডাক খরচ ১০ টাকা।

'' ৭ কার্বন, কালি ইত্যাদি ২৮ টাকা।

'' ৯ আপ্যায়ন খরচ ২৫ টাকা।

'' ১২ পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয় ২৫০ টাকা।

'' ১৫ টেলিগ্রাম খরচ ৩৫ টাকা।

'' ১৭ কাগজ ক্রয় ৪২ টাকা। ২০ রিকশা ভাড়া ২০ টাকা ।

'' ২৪. ডাক খরচ ৩০ টাকা।

'' ২৮ কলম, কালি ইত্যাদি ৪৫ টাকা। 

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

ইস্টার্ন রিপেয়ার সপের ব্যবসায়ের মার্চ, ২০২১ সালের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :

মার্চ ১ নগদ ৭২,০০০ টাকা এবং ২৫,০০০ টাকার সরঞ্জাম ব্যবসায়ে বিনিয়োগ করা হলো।

'' ৭ বাকিতে ২,০০০ টাকার সাপ্লাইজ ক্রয় করা হলো।

'' ১২ খরিদ্দারদের সেবা প্রদানপূর্বক নগদ ১৭,০০০ টাকা পাওয়া গেল এবং খরিদ্দারদের ওপর ৬,০০০ টাকার বিল করা হলো।

'' ২০ ১,৪০০ টাকার উপযোগ বিল পাওয়া গেল যা পরবর্তী মাসে পরিশোধ করতে হবে। 

'' ২৫ ২ বছর মেয়াদি বিমার জন্য ১২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হলো। 

'' ২৮ বাড়ির মালিককে মার্চ মাসের ভাড়া বাবদ ৪,০০০ টাকা প্রদান করা হলো। 

'' ৩০ খরিদ্দারদের নিকট হতে পাওনা ৪০% নগদে পাওয়া গেল।

'' ৩১ মার্চ মাসে মালিক কর্তৃক উত্তোলন ছিল ৫,০০০ টাকা। 


RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

২০১৮ সালের শুরুতে সিটি এন্টারপ্রাইজ ৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ঙ্কাল ধরা হয় ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় ১,০০,০০০ টাকা। সিটি এন্টারপ্রাইজ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং তাদের হিসাবকাল পঞ্জিকাবর্ষে অনুযায়ী ধরা হয়। আর্থিক সংকটের কারণে কোম্পানি ৩০ জুন, ২০২১ তারিখে ২,৮০,০০০ টাকায় মেশিনটি বিক্রি করে দেয়।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

স্বপন পাবলিশার্স ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ৩,৮০,০০০ টাকায় একটি প্রিন্টিং মেশিন ক্রয় করে। কোম্পানি উক্ত মেশিনটির আনয়ন ও সংস্থাপন বাবদ ২০,০০০ টাকা পরিশোধ করে। আশা করা হয় যে, কার্যকর আয়ুষ্কাল ৪ বছর শেষে ৯৬,০৪০ টাকা ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। কোম্পানি অবচয় নির্ণয়ের জন্য ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর। অবচয় হার ৩০%।

RB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show