1. (ক) বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো:
মনোপুত, আবিস্কার, শ্রদ্ধাঞ্জলী, সমিচীন, পৈত্রিক, অনুসুয়া, ভূবন, সুধি।
2. (ক) একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা,
(খ) গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো বিষয়ে একটি খুদেগল্প রচনা করো।
3. (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
অথবা,
(খ) নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যান্তর করো:
i. সে চুপ রইল। (নেতিবাচক)
ii. দেশপ্রেমিক ব্যক্তি দেশকে ভালোবাসে। (যৌগিক)
iii. আমি মিথ্যা বলিনি। (অস্তিবাচক)
iv. বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। (প্রশ্নবাচক)
v. স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত। (অনুজ্ঞাসূচক)
vi. ভোরের বাতাস নির্মল। (বিস্ময়সূচক)
vii. শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়াল। (জটিল)
viii. জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়। (নির্দেশাত্মক)