হিসাববিজ্ঞান ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০২৩

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1.

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. পুকুর লি. প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা মূলধনে নিবন্ধিত। কোম্পানি নিবন্ধিত মূলধনের ৮০% শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। ১৫-০২-২০২২ তারিখে কোম্পানি মোট ২,১০,০০০ খানি শেয়ারের আবেদন পায়। ১০-০৫-২০২২ তারিখে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। ৩০-০৬-২০২২ তারিখে অবলেখকের কমিশন বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করা হয়।

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

রবি, শশী ও তারকা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার যারা ৩: ২: ১ অনুপাতে মুনাফা-ক্ষতি বণ্টন করে। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০; ১,৮০,০০০ ও ১,৫০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য শশী মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। তারকা বছরের মাঝামাঝি ৫০,০০০ টাকা কারবারে ঋণস্বরূপ প্রদান করে। রবি প্রতি মাসের শুরুতে, শশী প্রতি মাসের শেষে যথাক্রমে ১,০০০ ও ৮০০ টাকা করে এবং তারকা বছরে মোট ৮,০০ টাকা উত্তোলন করে। তাছাড়া শশী ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। শশীর বেতন হিসাবভুক্ত করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধনের পূর্বে বছর শেষে কারবারের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ১,৭০,০০ টাকা।

CB 23
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show