1. অমর একুশে বই মেলা থেকে তিন বন্ধু P, Q ও R (120)10, (9B)16 ও (163)8 টাকা দিয়ে তিনটি বই ক্রয় করছে।
2. “ক” শিক্ষা প্রতিষ্ঠান ৫০ টি নতুন কম্পিউটার দিয়ে ডিজিটাল প্রযুক্তি ল্যাব স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করলো। ল্যাবটির নেটোওয়ার্ক স্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিচের দুইটি সংগঠন প্রস্তাব করলো।
3. দৃশ্যকল্প-১: ডাঃ “ক” বিদেশী বায়ো-রিসার্চ সেন্টার পরিদর্শন করে প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অবহিত হলেন। এই পদ্ধতিতে অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে শল্য চিকিৎসা করা হয়।
দৃশ্যকল্প-২: প্রতিষ্ঠানটির বায়ো ল্যাবে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য কর্মরত বিজ্ঞানীরা একটি যন্ত্রে বৃদ্ধাঙ্গুলি রাখলে দরজা খোলে। আবার গবেষনার বিষয়বস্তু যে কম্পিউটারে রাখা আছে সে কম্পিউটার সক্রিয় করার জন্য অপর একটি যন্ত্রের দিকে কর্মরত বিজ্ঞানীদের তাকাতে হয়।
4. দৃশ্যকল্প ১: “A” একজন শিক্ষার্থী। সে টেলিভিশনে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা উপভোগ করলো এবং খেলা শেষে তার বন্ধু ‘B’ কে মোবাইলে খেলার ফলাফল সম্পর্কের জানাল।
দৃশ্যকল্প ২: ‘C’ একজন শিক্ষার্থী। আইসিটি ক্লাসে শিক্ষকের নিকট হতে সে 802.11 ও 802.16 স্ট্যান্ডার্ডের দুটি তারবিহীন প্রযুক্তি সম্পর্কে জানতে পারল।
5. নিচের চিত্রগুলোর আলোকে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাওঃ