1. দৃশ্য-১ : মানুষের জন্ম, মৃত্যু, বৃদ্ধি, বংশবিস্তার হয়। কাজেই মানুষের প্রাণ থাকলে, উদ্ভিদেরও প্রাণ আছে।
দৃশ্য-২ : কোরাল, লাক্ষা, রূপচাঁদা ইত্যাদি সামুদ্রিক মাছের আয়োডিন আছে। সুতরাং সব সামুদ্রিক মাছে আয়োডিন আছে।
2. দৃশ্য-১ : গবেষক হন তিনি যিনি গবেষণা করেন।
দৃশ্য-২ : অজ্ঞতা হয় জ্ঞানের অভাব।
দৃশ্য-৩ : চরিত্র হয় মানবজীবনের মুকুট।
5. গরিব চাষি ফরিদ মিয়া পৈতৃক সূত্রে অল্প কয়েক খণ্ড জমিকে উর্বরতার ভিত্তিতে উর্বর ও অনুর্বর এই দুই ভাগে ভাগ করেন। যার কারণে সবজির ফলন খুব ভালো হয়েছে।