Joktibidda 2nd Paper বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম 2024

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. দৃশ্য- : মানুষের জন্ম, মৃত্যু, বৃদ্ধি, বংশবিস্তার হয়। কাজেই মানুষের প্রাণ থাকলে, উদ্ভিদেরও প্রাণ আছে।

দৃশ্য- : কোরাল, লাক্ষা, রূপচাঁদা ইত্যাদি সামুদ্রিক মাছের আয়োডিন আছে। সুতরাং সব সামুদ্রিক মাছে আয়োডিন আছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. দৃশ্য- : গবেষক হন তিনি যিনি গবেষণা করেন।

দৃশ্য- : অজ্ঞতা হয় জ্ঞানের অভাব।

দৃশ্য- : চরিত্র হয় মানবজীবনের মুকুট।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.       

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.    

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. গরিব চাষি ফরিদ মিয়া পৈতৃক সূত্রে অল্প কয়েক খণ্ড জমিকে উর্বরতার ভিত্তিতে উর্বর অনুর্বর এই দুই ভাগে ভাগ করেন। যার কারণে সবজির ফলন খুব ভালো হয়েছে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show