1. জনাব আফিফা ইশাল একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, যিনি ২০১২ সালের জানুয়ারি ১ তারিখে 'ইশাল লিগ্যাল কনসালটেন্সি' নামক সেবামূলক প্রতিষ্ঠান শুরু করেন। ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে 'ইশাল লিগ্যাল কনসালটেন্সি' এর রেওয়ামিল ছিল নিম্নরূপ :সমন্বয়সমূহ: ১. জনাব আফিফা ইশাল ব্যক্তিগত কম্পিউটার ও প্রিন্টার ১ জুলাই, ২০১৬ তারিখে প্রতিষ্ঠানে নিয়ে আসেন যার মূল্য ৩০,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। ২. ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ১২,০০০ টাকা। ৩. স্থায়ী সম্পত্তির ওপর বার্ষিক ১০% হারে অবচয় ধার্য করো।
2. জনাব ওয়াপ্রা জামান 'মেসার্স জামান এন্টারপ্রাইজ' এর কর্ণধার। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব বই হতে নিম্নোক্ত রেওয়ামিল প্রস্তুত করা হয়েছে :
মেসার্স জামান এন্টারপ্রাইজ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৬
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৩,৬০,০০০ টাকা। এই মূল্যায়নের পরক্ষণে ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বিমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. বিনামূল্যে ভোক্তাদের মাঝে ১০,০০০ টাকার পণ্য বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচকে চারটি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে। ৩. প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আনায়যোগ্য নয় । অবশিষ্ট প্রাপ্য হিসাবের ২% অনাদায়ী পাওনা সস্থিতি ব্যবস্থা করো।
3. জনাব রাউফ ঢাকার কাওরান বাজারের একজন পাইকারী ব্যবসায়ী। তিনি ২০১৬ সালের ১ মার্চ তারিখে নগদ ১০,০০,০০০ টাকা এবং ব্যাংক থেকে ২০,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মার্চ মাসে তার ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ :
মার্চ ৩ তানিশা ট্রেডার্সের নিকট হতে ধারে পণ্য ক্রয় ৫,০০,০০০ টাকা ।
" ৮ সাফিন ট্রেডার্সের নিকট ধারে পণ্য বিক্রয় ৩,৫০,০০০ টাকা।
" ১২ নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা।
" ১৬ নিম্নমানের জন্য সাফিন ট্রেডার্স ২০,০০০ টাকার পণ্য ফেরত পাঠায়।
" ২০ নগদে পণ্য বিক্রয় ৬,০০,০০০ টাকা।
" ২৫ তানিশা ট্রেডার্সকে ২% বাট্টা সাপেক্ষে অর্ধেক টাকা পরিশোধ।
" ২৮ ৩% বাট্টার বিনিময়ে সাফিন ট্রেডার্স থেকে সম্পূর্ণ টাকা পাওয়া গেল ।
" ৩০ ব্যাংক হতে উত্তোলন ৫০,০০০ টাকা।
4. মি. আবরার-এর ২০১৬ সালের জানুয়ারি মাসে সম্পাদিত লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
জানুয়ারি ১ প্রারম্ভিক নগদ তহবিল ১২,৫০০ টাকা এবং প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা ।
" ৭ তারিয়া এন্টারপ্রাইজ এর নিকট হতে নগদ ২০,০০০ টাকা এবং ৩০,০০০ টাকার চেক পাওয়া গেল। চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো ।
" ১২ বাকিতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা ।
" ১৫ অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ৬,০০০ টাকা ।
" ২০ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৪,০০০ টাকা ।
" ২৫ রাফি ব্রাদার্স এর নিকট ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে
" ১০,০০০ টাকা এবং চেকে ৩০,০০০ টাকা প্রাপ্তি ।
" ৩০ কর্মচারীদের বেতন পরিশোধ ৫,০০০ টাকা ।
" ৩১ ২০,০০০ টাকা নগদ ব্যালেন্স সংরক্ষণ করতে হবে।
5. মেসার্স লাবিবা ট্রেডার্সের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো :
মেসার্স লাবিবা ট্রেডার্স
রেওয়ামিল (আংশিক)
৩১ ডিসেম্বর, ২০১৬
প্রাপ্য হিসাবে ১০,০০০ টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে।অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৭% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।