1. তথ্য-১:
-সকল দার্শনিক হয় জ্ঞানী
-সকল কবি হয় দার্শনিক
-সকল কবি হয় জ্ঞানী
তথ্য-২:
-কিছু আম হয় মিষ্টি
-কিছু মিষ্টি ফল হয় আম
2. সাজানো অনেক ধরনের আম দেখে জিনাত দোকানে ঢুকলেন। দোকানী বলল, “সব আম হয় ভালো।” জিনাত আমগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন, “কিছু আম নয় ভালো।”
3. তথ্য-১:
-কিছু মানুষ হয় শিক্ষিত
-কিছু মানুষ নয় অ-শিক্ষিত
তথ্য-২:
-কিছু ছাত্র নয় মেধাৰী
-কিছু মেধাবী নয় ছাত্র ।
4. দৃষ্টান্ত-১: বিচারক আসামীকে বললেন, যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পার তবে মুক্তি পাবে।
আসামী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে।
সে মুক্তি পেয়েছে।
দৃষ্টান্ত-২: সকল জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষিত।
সকল কবি হয় জ্ঞানী।
সুতরাং, সকল কবি হয় শিক্ষিত।
5. দৃষ্টান্ত-১: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।
দৃষ্টান্ত-২: বাংলাদেশের নারীরা শাড়ী ও পুরুষেরা পাঞ্জাবী পরিধান করে।