Finance and Banking 1st Paper আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024 CQ

প্রশ্ন ১১·সময় ৪ ঘণ্টা ৩৫ মিনিট

1. জনাব রায়হান তার ব্যাংকে সঞ্চয়কৃত ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে চাইছেন। তিনি বন্ড বাজারে অনুসন্ধান করে ৩০০০ টাকা অভিহিত মূল্যের দুইটি বন্ড পছন্দ করলেন। বন্ড দুটির তথ্য নিম্নরূপ:

মি. রায়হানের প্রত্যাশিত আয়ের হার ১২% এবং তিনি বন্ড A তে বিনিয়োগ করেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2. জনাব করিম মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগ করার জন্য নিন্মোক্ত তিনটি সিকিউরিটির তথ্য বিবেচনা করছেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3. ঐশী কোং লিঃ বিনিয়োগের জন্য দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প গ্রহণ করছেন। প্রকল্প দুটি থেকে আগামী ৫ বছর যে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে তা নিচে দেওয়া হলঃ

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4. জনাব রাসেল মেঘনা লি. এর একজন আর্থিক ব্যবস্থাপক। তার কোম্পানির ব্যাংকে ৫০ লক্ষ টাকা জমা আছে। তিনি উক্ত টাকা ফ্রেশার লি. এর তিনটি শেয়ার যথাক্রমে A, B ও C তে বিনিয়োগ করলেন। "শেয়ার A" তে ক্ষতির সম্মুখীন হলেও "শেয়ার B" ও "শেয়ার C" এর মাধ্যমে কোম্পানি মুনাফা অর্জন করে।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5. উত্তরা সেন্টার লি. বাজারে একটি বন্ড ছেড়েছে যার অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং মেয়াদকাল ১৫ বছর। কুপন সুদের হার ১২% এবং বাজারমূল্য ১২৫০ টাকা। ১০ বছর পর প্রতিষ্ঠান চাইলে ২০% অধিহারে বন্ডটি কল করতে পারবে। মি. জামিল বন্ডে বিনিয়োগে আগ্রহী। তিনি উত্তরা সেন্টার লি.-এ বিনিয়োগ করেছেন এবং বিনিয়োগ থেকে ১০% আয় প্রত্যাশা করছেন।

ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show