1. রাসেল ও কামাল দু'জনই কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। রাসেল তার এক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য ব্যয় করেন। কিন্তু কামালের জমির পরিমাণ পাঁচ একরের বেশি। সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে নিজের ভরণ-পোষণের পরও ২০২২-২৩ সালে কৃষি, বনজ ও মৎসসম্পদ হতে যথাক্রমে ১ লক্ষ ২৫ হাজার, ৫০ হাজার এবং ১ লক্ষ ৭৫ হাজার টাকা আয় করেন।
2. জনাব রফিক তার পরিবারের ৬ জন সদস্য নিয়ে নিজ বাড়িতেই একটি কারখানা চালু করেন। এটি বাংলাদেশের একটি সাধারণ চিত্র। তবে বাংলাদেশে একসময় ফ্রিজ, টেলিভিশন এবং জাহাজ বিদেশ হতে সম্পূর্ণ আমদানি করলেও বর্তমানে দেশেই উৎপাদন ও রপ্তানি হচ্ছে।
3. নিচের চিত্রটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
4. গ্রামের এক উদ্যমী কৃষক চাষাবাদ অব্যাহত রাখার জন্য প্রথম বছর গ্রাম্য মহাজন, আত্মীয়-স্বজনেদের নিকট হতে ঋণ নিয়ে চাষাবাদ করলেও পরবর্তী বছর গ্রামীণ ব্যাংক ও কৃষি ব্যাংক হতে তুলনামূলক দীর্ঘ সময় অপেক্ষা করে ঋণ নিয়ে উৎপাদন কাজ চলমান রেখেছে।
দ্রব্য |
পরিমাণ Q |
ভিত্তি বছরের দাম |
হিসাবি বছরের দাম |
চাল |
৩০ |
৬০ |
৭২ |
আলু |
১০ |
২০ |
৪০ |
লবণ |
২ |
৩০ |
৩৮ |
তেল |
৫ |
৪৮০ |
৯০০ |