ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র যশোর বোর্ড ২০২১

প্রশ্ন ১১·সময় ২ ঘণ্টা ৩০ মিনিট

1. জনাব হাচান একটি প্রকল্পে ৩৫,০০০ টাকা বিনিয়োগ করতে চায়। তিনি দুইটি প্রকল্পের তথ্য সংগ্রহ করেছেন। এ সংক্রান্ত নগদ প্রবাহ নিম্নরূপ

জনাব হাচানের মূলধন স্বল্পতার জন্য প্রকল্প দুইটির পরস্পর বর্জনশীল সম্পর্ক বিদ্যমান। প্রত্যাশিত

উপার্জনের হার ১১%। কর হার ৩৫%।

JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

2.

JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

3.

জি. মোবাইল লি. ও বি. মোবাইল লি. একই ধরনের পণ্য বাজারজাতকরণ করে। জি. মোবাইল লি. ব্যয় সংকোচন নীতি অনুসরণ করতে গিয়ে অন্যান্য সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় শ্রমিকদের মজুরি কম দেয়। অন্যদিকে বি. মোবাইল লি.-এর মজুরি কাঠামো অন্য সমজাতীয় প্রতিষ্ঠানের তুলনায় বেশ ভালো। তাছাড়া প্রতিষ্ঠানটি এইচএসসি পর্যায়ে প্রায় ২ কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে। এ কারণে পণ্যের উৎপাদন ব্যয় বেশি এবং পণ্যের বিক্রয়মূল্যও বেশি। কিন্তু প্রতিষ্ঠানটির সমাজে ইতিবাচক ভাবমূর্তির কারণে বিক্রয়ের পরিমাণও বেশি।

 

JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

4.

জনাব সালমান তার এইচএসসি পড়ুয়া ছেলেকে ৫০,০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনে দিতে চান। কিন্তু নগদ অর্থের ঘাটতির কারণে ভাবছেন তিনি কীভাবে ল্যাপটপ কিনবেন। তার বন্ধু শমসের পরামর্শ দিল যে, গামা ব্যাংক লি থেকে ৯% সুদে ঋণ নিয়ে ল্যাপটপ কিনে দিন। ব্যাংক শর্ত দিল যে, উক্ত ঋণের টাকা ৫টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে।

JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

5.

জনাব আকরাম প্রতিমাসের শুরুতে ৯,০০০ টাকা করে হাবিব ব্যাংকে ৯% হার সুদে ১০ বছর ধরে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে, তিনি মেঘনা ব্যাংকে ৮% দ্বিমাসিক সুদে ৭,৫০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখেন

JB 21
ব্যাখ্যা আনলক করতে চর্চা প্রিমিয়াম এ আপগ্রেড করো

Nothing more to show