1.
দৃষ্টান্ত—১:
সকল অধ্যাপক হন শিক্ষিত ।
সকল শিক্ষিত ব্যক্তি হন অধ্যাপক। ।
দৃষ্টান্ত—২:
কিছু ফুল হয় সুন্দর
কিছু ফুল নয় অ-সুন্দর।
2.
রিমা একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। সে জানলো, মানবিক বিভাগে একটি মজার বিষয় আছে যার লক্ষ্য সত্যকে প্রতিষ্ঠা করা এবং তা হলো একটি আদর্শমূলক বিজ্ঞান।
3.
রহিম বললো, “প্রকৃতিতে অনেক ঘটনা ঘটে।”
করিম বললো “এদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।”
4.
সীমা বললো, “কিছু ফুল হয় সুন্দর।”
রিয়া বললো, “আসলে সব ফুলই দেখতে সুন্দর। সোমা বললো, “অনেক ফুল দেখতে সুন্দর নয়।
5.
দৃষ্টান্ত-১: হায় হায়!
দৃষ্টান্ত- ২: মানুষ, মরণশীল
দৃষ্টান্ত-৩: পিতা,ছাত্র