1. টাকা-পয়সা অন্য পথে নষ্ট করার কারণে লতা তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে কষ্টে আছেন। সন্তানের লেখাপড়া দূরের কথা এক বেলা খাবারও জোটে না। একদিকে পরিবারের আর্থিক দুরবস্থা অন্যদিকে স্বামী-সন্তান নেশায় আসক্ত। তাই লতা বাঁচার উপায় খুঁজছেন ।
2. কুমিল্লার লালমাই থানার একটি গ্রাম দাপাড়। এ গ্রামের কৃষক রহিম মিয়া তের বছর বয়সী ফরিদাকে বিয়ে দিয়েছেন। এলাকার সমাজকর্মী অল্প বয়সে বিয়ে দেওয়াকে সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং এ সমস্যা সমাধানে সমাজকর্মের নিম্নরূপ ধাপটি অনুসরণ করেন- সমস্যা চিহ্নিতকরণ -সচেতনতা সৃষ্টি- আইন প্রণয়নে -চাপ প্রয়োগ- আইন প্রণয়ন- আইনের বাস্তবায়ন।
3. প্রফেসর মোমেন সমাজকর্ম ক্লাসে বলেন- আজকের আলোচ্য বিষয়টি সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এটি সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে সফল প্রয়োগ করে সমাজকর্মী হিসেবে সনদ অর্জন করে।
4. প্রফেসর পাড়ার ঘোট শিশু জাবিন। সে জানায় তার দানা, মা-বাবা, ভাই-বোন মিথ্যা কথা বলে না। তারা তাকে শিখিয়েছেন- অপরাধ করা পাপ, বড়দের দেখলে সালাম দিতে যা। আরও শিখিয়েছেন বিয়ের সময় যৌতুক দেওয়া, অল্প বয়সে বিয়ে করা ও শান্তি বিনষ্টকারী জলীবাদকে ঘৃণা করতে।
5. আসাদ বিয়ে করেছেন তিন মাস হলো। কিন্তু তিনি ভাবছেন বিয়ের সময় চুক্তিকৃত সব টাকা ও উপহার এখনো বাকি রয়েছে। তাই নাজমাকে প্রায়ই চাপ দিচ্ছেন। কিন্তু এতে ফল না পাওয়ায় নাজমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বর্তমানে নির্যাতনের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে।