1. (ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:
কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।
2. (ক) সারমর্ম লেখ:
ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে,
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।
অথবা,
(খ) ভাব-সম্প্রসারণ কর: সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
3. (ক) বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
ii) ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)
iii) আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)
iv) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)
v) বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)
vi) ইহারা অন্য জাতের মানুষ। (নেতিবাচক)
4. (ক) সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কত প্রকার ও কি কি?
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ii) অতিশয় দুঃখিত হলাম।
iii) অতিলোভে তাতী নষ্ট।
iv) এ কথা প্রমাণ হয়েছে।
v) কালিদাস খ্যাতিমান কবি।
vi) কথাটি সঠিক নয়।
vii) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
viii) পরপকার মনুষত্বের পরিচায়ক।
5. (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:
Allottee, exis, bandge, broker, census, context, dual, envoy.
অথবা,
(খ) বাংলায় অনুবাদ কর:
Youth is the best time of life when there is freshness and vigour in mind and body. This is the time when it is most necessary for us to remember the truth of the maxim, 'As you sow so you reap.